Wednesday , September 11 2024
Breaking News

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, আহত ৫

শরীয়তপুরের ডামুড্যায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের অপরপক্ষের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। তার বহুরে থাকা চারটি গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা। এসময় অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ডামুড্যা পৌরশহরে এ ঘটনা ঘটেছে।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।এসময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ১৫/২০ জন লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা।

এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ৫ জন আহত হয়।

এসময় হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে। এছাড়াও অফিসের নিচে থাকা গাড়ি ভাঙচুর করেন। 

পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহরায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি চলে যান আউয়াল শামীম।

এ ব্যাপারে জানতে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদকে কল দেওয়া হয়। কল রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি শরীফ আহমেদ কল কেটে দেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, ‌‌‘আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে’।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.