Wednesday , September 11 2024
Breaking News

আগামী নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে : আমীর খসরু

নির্বাচন নিয়ে ‘সরকার দুঃস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের কালসীতে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বলছেন, অনেকে ইভিএমের কথা বলছেন, যাওয়া-না যাওয়ার কথা বলছেন। তাঁরা কিন্তু দুঃস্বপ্ন দেখছেন। উনারা ভাবছেন এই সমস্ত বলতে বলতে বোধ হয় নির্বাচনের দিন পার হয়ে যাবে। ওই গান এবার হবে না।’

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আমীর খসরু মাহমুদ বলেন, ‘বিগত দিনে আমাদেরও দোষ আছে, আমরাও সুযোগ দিয়েছিলাম তাদেরকে এরকম একটা নির্বাচনের জন্য। আমাদের নেতাকর্মীরা কষ্ট পেয়েছে, প্রাণ দিয়েছে, জেলে গেছে। দুর্বৃত্তায়নে আরেকটা নির্বাচনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছিলাম। এবার যারা সেই স্বপ্ন দেখছেন, বৃথা স্বপ্ন দেখবেন না। এই স্বপ্ন আর পূরণ হবার নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘এখন তো বিদ্যুতের বিল দেওয়ার দরকার নেই। শেখ হাসিনা বলছেন, আপনারা চেরাগের জন্য তৈরি হোন। বাংলাদেশ ইনশাল্লাহ চেরাগের জন্য তৈরি হতে হবে না। কারণ, তার আগে আপনাকে বিদায় নিতে হবে। এই দেশ চেরাগের বাংলাদেশ নয়, এই দেশ আলোকিত বাংলাদেশ, এই দেশ শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ, এই দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এই দেশ তারেক রহমানের বাংলাদেশ। চেরাগের দিন আমরা আনতে দেব না।’

মহানগর উত্তর পল্লবী জোনের উদ্যোগে কালসীতে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, ভোলায় নুর আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সীগঞ্জে শহীদুল ইসলাম শাওন এবং যশোরে আব্দুল আলিম হত্যাসহ সারা দেশে পুলিশি হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ রাস্তায় নেমে গেছে। আমাদের আস্থা জনগণের ওপর। এই লক্ষ জনতার সামনে যারা দাঁড়াবে, তারা ভেসে ‍যাবে। জনগণের জোয়ারে তারা ভেসে যাবে। আমার শেষ কথা, রাস্তায় নেমেছি, বাড়ি ফিরে ‍যাব না। যেদিন বাড়ি ফিরে যাব, সেদিন স্বাধীন বাংলাদেশ করে বাড়ি ফিরে যাব। তার জন্য প্রাণ দিতে হয় প্রাণ দেব।’

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.