Friday , December 13 2024
Breaking News

‘আমি মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি’

ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমদ বলেছেন, আমি মানুষের জন্য কাজ করেছি। মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি। যতদিন বাঁচব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবায় কাজ করে যাব।


মানুষ তাকে ভালোবাসে উল্লখ করে তিনি বলেন, তাদের আপনজন হয়েছি বলে আমাকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাকি জীবন আমি ভোলার উন্নয়নে কাজ করে যাব।

শনিবার নিজের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ভোলা আওয়ামী লীগ জেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক সহসভাপতি ও পিপি আশরাফ হোসেন লাবু, সাবেক সহসভাপতি জুলফিকার আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, জেলা ছাত্রলীগ সভাপতি রাইয়ান আহম্মেদসহ দলীয় নেতারা। পরে তোফায়েল আহমদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.