বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন নাদির শাহ। এরপর থেকে গৃহবন্দী জীবন কাটছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাঠে ফেরা সম্ভব হয়নি তার।