সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে বুধবার তিয়াস বা টি-ফোর বিমান ঘাঁটির দিকে ছোড়া একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
বুধবার রাত ১০টা ২৩ মিনিটে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা তাদের রিপোর্টে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।