Wednesday , December 4 2024
Breaking News

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্যামি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই গেইল, ব্রাভো, রাসেল, পোলার্ডদের কেউ। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন পুরান। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য দলটিকে নিয়ে বাজি ধরার লোকের সংখ্যাটা খুব কম। তবে দলের শক্তিমত্তা যেমনই হোক, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্যামি। বৃহস্পতিবার আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দলের সামর্থ্য আস্থা আছে তার। 

“আমি কখনই ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখব না। সঙ্গে আমার একটা মজার অনুভূতিও হচ্ছে, অস্ট্রেলিয়াতে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।”“আমি এইমাত্র নিকোলাস পুরানের সঙ্গে কথা বলেছি এবং তার মতে, ছেলেরা ভালোভাবে প্রস্তুত হচ্ছে। এই স্কোয়াড নিয়ে আমার মধ্যে দারুণ অনুভূতি কাজ করছে, কারণ আমাদের অনেক প্রতিভা আছে।”

২০১৬ বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিতভাবে খেলতে দেখা যায়নি গেইল-ব্রাভোদের। স্যামির সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ওই আসরের ফাইনাল ম্যাচ।

এবারের আসরে প্রাথমিক পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখান থেকে শীর্ষ দুই দল যাবে সুপার টুয়েলভে।

এবারের দলটি সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে স্যামির কাছে। তার বিশ্বাস, নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে অনেকদূর যেতে পারবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

“বরাবরের মতো দলে ভালো মানের ব্যাটার আছে। কাইল মেয়ার্স দারুণ এক প্রতিভা এবং দুর্দান্ত সব শট খেলে। আর আমরা জানি, নিকোলাস একজন ম্যাচ উইনার। এবার ভালো ব্যাপারটা হলো, আমাদের হাতে এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে। প্রতিপক্ষের উইকেট নেওয়ার উপায়টাই গতবার আমাদের জানা ছিল না। এবার আমরা তা জানি।”

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.