কমলাপুর রেলস্টেশন থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।
গ্রেফতাররা হলেন- মো. সোহেল রহমান রাসেল (৪২), নূর হুমায়ুন (২৫)।তিনি বলেন, চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে এসে থামলে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ওই দুই ব্যক্তির কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে একে একে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার দুইজনের মধ্যে একজনের বাড়ি ভোলা জেলা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় এ ফেনসিডিলগুলো তারা কমলাপুর রেলস্টেশন হয়ে ভোলা জেলা এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।
তাদের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে ওই ফেনসিডিলগুলো তারা আখাউড়া থেকে কেনেন।