বাংলার প্রবাহ রিপোর্ট: মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল সাতটায় রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি জানায়, নির্বিঘ্নে রো রো ফেরি শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল সম্ভব হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, মঙ্গলবার পরীক্ষামূলক ছোট ফেরি চলাচল শুরু হয়। নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে প্রথম দফায় টানা ৮দিন ও দ্বিতীয় দফায় ২ দিন কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে, এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।
বাংলার প্রবাহ/এস এম হক