কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় দিপালী রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উলিপুর-কুড়িগ্রাম সড়কের অর্জুনের ডারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিপালী রানী দাস রাজারহাট উপজেলার বালাকান্দি দাসপাড়া গ্রামের বিনোদ চন্দ্র দাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত দিপালী রানী দাস শুক্রবার রাতে কুড়িগ্রাম থেকে বাসে করে এসে উলিপুরের দূর্গাপুর ইউনিয়নের অর্জুনের ডারা নামক স্থানে নামেন। এরপর তিনি রাস্তা পারাপারের সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অটোরিকশা দিপালী রানীকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।