Friday , December 13 2024
Breaking News

ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়াকে সাবধান করল যুক্তরাষ্ট্র

সোমবার তাদের এই শক্তিমত্তার প্রদর্শনী কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলেই অনুমান করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্রের সবগুলোই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছুড়েছে একটি, দক্ষিণ কোরিয়া ৭টি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল বলেছেন, তার সরকার উত্তরের প্রতিবেশীর যে কোনো উসকানির কড়া জবাব দেবে।

সিউলে এক অনুষ্ঠানে তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা কেবল কোরীয় উপদ্বীপের শান্তির জন্যই হুমকি নয়, এটি উত্তরপূর্ব এশিয়া ও সমগ্র বিশ্বের জন্যই হুমকি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নিয়মিত যৌথ সামরিক মহড়া করতে দেখা যাচ্ছে, এই মহড়াগুলোই পিয়ংইয়ংকে আরও তাঁতিয়ে দিচ্ছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.