Thursday , November 14 2024
Breaking News

খুবই উঁচুমানের বিশ্বকাপ হবে এবার: নেইমার

জুন-জুলাই মাস দুটোকে ফুটবল বিশ্বকাপের মাস বললেও ভুল হবে না। ২১টি আসর এই দুটো মাসকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যতিক্রম ঘটতে যাচ্ছে ২২তম আসরে। জুন-জুলাই নয় প্রথম বারের মতো বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বর। আয়োজক কাতারে তপ্ত গরম আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত।

এক হিসেবে সেটি ভালোই হয়েছে বলে মনে করেন নেইমার। কেননা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে খেলার মধ্যেই ব্যস্ত থাকবেন সব ফুটবলার। ইউরোপিনা লিগগুলো মৌসুমের মাঝপথে থাকায় ক্লান্তিতা জেকে বসবে না। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতে, কাতার বিশ্বকাপ হবে খুবই উঁচুমানের।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাত্কারে নেইমার বলেন, ‘এবারের বিশ্বকাপের প্রস্তুতি আগেরবারের চেয়ে ভালো। কারণ এটি মৌসুমের মাঝখানে হচ্ছে, যখন শারীরিকভাবে সেরা অবস্থায় থাকবেন আপনি। মৌসুম শেষে টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা ক্লান্ত থাকতে পারে এবং তাই আমি মনে করি এবারের বিশ্বকাপের মানটা অনেক উঁচুতে থাকবে।’

দুটি বিশ্বকাপ খেলেছেন নেইমার, দুইবারই ব্যর্থ। এখনো ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন সারথি তিনি। তাকে ঘিরেই ২০ বছর পর বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব লাভের আশায় আছেন সমর্থকরা। নেইমারও শতভাগ প্রস্তুত থাকার চেষ্টা করছেন, ‘ফুটবলে হার মেনে নেওয়া কখনোই সহজ নয়, তবে বিশ্বকাপে বিষয়টি আরো বাজে। এই কারণে আপনাকে সঠিক প্রস্তুতি নিতে হবে, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকতে হবে।’ যেহেতু বিশ্বকাপ তাই সবারই একটা পছন্দের তালিকা থাকে, নেইমারও তাই। ব্রাজিল ছাড়া তার চোখে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়াম।

পিএসজির হয়ে চলতি আগুনে ফর্মে আছেন নেইমার। ১৯ ম্যাচে ১৫ গোলসহ ১১টি অ্যাসিস্ট করেন তিনি। বিশ্বকাপে তাকে তেমন রূপেই দেখতে চাইবেন ফুটবল সমর্থকরা।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.