Friday , December 6 2024
Breaking News

খুলনায় সমাবেশ হবে, কোনো হরতাল-কারফিউ মানব না: ফখরুল

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনায় সমাবেশ হবে। আমরা কোনো হরতাল মানব না, কারফিউ মানব না। সত্যিকার গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসলামিক পার্টি এবং জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় দফায় চলমান আলাদা সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ পর্যন্ত আওয়ামী লীগ কখনোই কথা রাখতে পারেনি। সুতরাং তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সংলাপের বিষয়ে তিনি বলেন, এই ভোটাধিকার হরণকারী লুটেরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপ করছি। আমরা প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করেছি। আজকে আলোচনা করেছি ইসলামিক পার্টি এবং জাতীয় দলের সঙ্গে।

ফখরুল বলেন, ‘আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি, তা হলো- এই সরকারের পদত্যাগের দাবি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধীদলের নেতাকর্মীদের যে মিথ্যে মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিতে একমত হয়ে আন্দোলন।’

তিনি বলেন, এ ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ক্ষমতাসীন দলের লুটপাটের বিরুদ্ধে কমিশন গঠনের বিষয়েও আমরা একমত হয়েছি।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.