Thursday , September 12 2024
Breaking News

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়ের খালী মাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আঁখি আক্তার কয়ের খালী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলা করছিল। একপর্যায়ে গামছা দিয়ে আঁখির গলায় ফাঁস লাগে। এ সময় আঁখি মাটিতে পড়ে গেলে অন্য শিশুরা চিৎকার করে। শিশুদের চিৎকার শুনে আঁখির মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা করা হয়েছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.