Friday , October 4 2024
Breaking News

গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নান মোল্লা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারি চর গ্রামের কেজু মোল্লার ছেলে হান্নান। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাসান জানান, গুলশান-২ এর ১০৮ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করেতন হান্নান। তিনি ভবনের সাত তলার ছাদে কলমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, হান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

About Banglar Probaho

Check Also

ঢাকায় আজ ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published.