Wednesday , October 9 2024
Breaking News

জলসীমায় অনুপ্রবেশ রুখতে কাজ করবে বিমানবাহিনী

৬৫ দিনের অবরোধ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জেলেরা। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জেলেদের ইলিশ শিকারে আবারও শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

মৎস্য বিভাগ বলছে, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি এ বছর প্রথমবারের মতো দেশের জল সীমানায় অনুপ্রবেশ রুখতে বিমান বাহিনীও দায়িত্ব পালন করবে।

জানা গেছে, সারা বছর ডিম দিলেও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হলো ২২ আশ্বিন থেকে ১২ কার্তিক পর্যন্ত। তাই এই সময় ইলিশের প্রজনন বাড়াতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বরগুনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, সংরক্ষণ এবং বিনিময় সবই নিষিদ্ধ।

আরও পড়ুন: সাগরে মাছ শিকারে নিরাপত্তা নেই জেলেদের

নিষেধাজ্ঞা শুরুর আগেই সরকারি সহায়তা দেয়ার দাবি থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন বরগুনার জেলেরা।

তারা বলছেন, মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে অথচ তারা এখনও কোনো সহায়তা পাননি। দ্রুত সহায়তা করা না হলে অনেক জেলে পরিবারকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হবে।

তবে সহায়তার চাল বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করার আশ্বাস দিয়েছেন বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, যথাযথ নজরদারি রাখব যে সময়মতো, যত দ্রুত এই চাল জেলেদের হাতে পৌঁছে দেয়া যায়। সে ব্যাপারে আমরা তৎপর আছি।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.