নাটোরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের হত্যার অভিযোগে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু বিষয়টি নিশ্চিত করেন।মুকু বলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য আসাদুজ্জামান আসাদকে শনিবারই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠি উপজেলা পরিষদের কার্যালয়ের পাশাপাশি অনুলিপি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে লাইভে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের অনিয়ম নিয়ে কথা বলায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যান জীবন ও তার বাবা ফরহাদ হোসেনকে মারধর করে আসাদ ও তার সহযোগীরা। ৪ দিন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মারা যান জীবন।
শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার আমতলি উচ্চ বিদ্যালয় মাঠে নিহত ছাত্রলীগ নেতা জীবনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় নিহত জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ আসাদের ছোট ভাই আলীম আল রাজি শাহকে গ্রেফতার করলেও অপর দুই অভিযুক্ত পলাতক রয়েছে।