দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হুমায়ুন কবিরকে এ নোটিশ দেয়া হয়। আওয়ামী লীগের দফতর সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্রে জানা যায়, দলীয় নির্দেশনা উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত চকবাজার থানা শাখায় সম্মেলন করা, যেটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি হয় এবং লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে অসাংগঠনিক শব্দ ব্যবহার করায় হুমায়ুন কবিরকে এ শোকজ করা হয়েছে।
জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত চকবাজারে দলের এক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে অসংগঠনিক শব্দ ব্যবহার করায় তাকে শোকজ করা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী হুমায়ুন কবিরকে এ শোকজ করা হয়েছে বলে জানা গেছে।