ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে পালিয়ে যাওয়া আসামি রাব্বিকে সবুজবাগ থানা পুলিশ আটক করেছে। আজ সোমবার রাতে বাসাবোর কদমতলী আজাব হাফিজুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুরে পুলিশ পাহারায় থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাব্বী (১৯) পালিয়ে যায়।
গত শনিবার সবুজবাগ থানার এক মামলায় রাব্বীকে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বাসাবো ওয়াহাব কলোনি এলাকায় একটি মারামারির মামলায় আসামি রাব্বী। মারামারিতে রাব্বী আহত হয়েছিল।এ কারণে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেহেতু রাব্বী মামলার আসামি তাই তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছিলো। সবুজবাগ থানা থেকে দুইজন পুলিশ প্রহরায় ঢামেক হাসপাতালের ১০২ ওয়ার্ডে ২৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন রাব্বী। বাথরুমে যাওয়ার কথা বলে রাব্বী হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে রাতে তাকে আটক করা হয়।