Wednesday , October 9 2024
Breaking News

থাইল্যান্ডে সারা’কে নিয়ে গিয়েছিলেন সুশান্ত, মুখ খুললেন সইফ-কন্যা

সারা-সুশান্তের সম্পর্ক ছিল এবং তা গভীর প্রেমের সম্পর্কই ছিল । সুশান্ত-সারার ঘনিষ্ঠরা বারবার এমনটাই দাবি করেছেন ।সারার প্রথম ছবি ‘কেদারনাথ’ । সেই ছবিতে রিল লাইফের গল্পের মতোই জমে উঠেছিল সারা-সুশান্তের রিয়েল লাইফের রোম্যান্সও । নায়ক-নায়িকার ঘনিষ্ঠরা আগেও সংবাদ মাধ্যমে বলেছেন, তাঁদের প্রেম ছিল একেবারে খাঁটি। আত্মিক। প্রেমে ছিল সম্মান, আবার ছিল ছেলেমানুষীও । কিন্তু তারপরেও সেই প্রেম স্থায়ী হয়নি ।

নানা মুনির নানা মত । তবু বেশিরভাগ সূত্রেরই দাবি, ইন্ডাস্ট্রির চাপেই শেষ হযে যায় এই সম্পর্ক । নবাব পরিবারের কন্যা, বলিউডের হেভিওয়েট পরিবারের বংশধর সারা আলি খানের প্রেম যে বলিউডের বাইরে থেকে আসা এক নায়কের সঙ্গে হতে পারে তা মানতে চায়নি পতৌদি খানদান । আর সে কারণেই সরে আসতে হয়েছিল দু’জনকে । এমনকি একটি রিয়্যালিটি শোয়ে এসে করিনাকেও বলেতে সোনা গিয়েছিল এমন কথা । ভাইরাল ওই ভিডিওতে করিনা বলেন, মেয়েকে তিনি উপদেশ দেবেন তাঁর প্রথম ছবির নায়কের সঙ্গে যেন প্রেম না করে ।

সম্প্রতি সংবাদ মাধ্যেমর সামনে মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী । তিনি স্বীকার করেছেন সুশান্ত চাটার্ড ফ্লাইটে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন । খরচ হয়েছিল ৭০ লাখ টাকা । রাজার হালে জীবনযাপন করতেন প্রয়াত নায়ক, এমনটাও দাবি করেন রিয়া ।

সুশান্তের প্রাক্তন সহকারী সাবির আহমেদ জানান, সেই ট্রিপে সুশান্তের সঙ্গে ছিলেন সারাও । মোট সাতজন ছিলেন ওই তাইল্যান্ড ট্রিপে । তার মধ্যে সাবির নিজেও একজন ।

‘কেদারনাথ’-এর সাফল্যের পর এই ট্রিপটি করেছিলেন সারা-সুশান্ত । নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য । সে সময় প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা । সাবির একটি সাক্ষাৎকারে জানান, ২০১৮-র ৩০ ডিসেম্বর ওই ট্রিপে গিয়েছিলেন সারা-সুসান্ত । তাঁদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ গুপ্তা, কুশল জাভেরি, আব্বাস, বডিগার্ড মুসতাক এবং সাবির নিজে ।

সাহির জানান, ট্রিপের আগে ও পরে সবসময়ই স্বাভাবিক ছিলে সুশান্ত । হাসিখুশি ছিলেন । তাঁর মধ্যে কোনও সমস্যা দেখা দেয়নি । ট্রিপে গিয়ে খুব একটা বাইরে ঘুরতে জাননি তাঁরা। একদিন স্যুইমিং করেছিলেন । মাত্র দু’দিনের ট্রিপে বাকি সময় হোটেলেই কাটিয়েছিলেন বলে জানান সাবির ।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.