বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনতে চান টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। তবে কাঠামোতে আরও পেশাদারিত্ব আনার আহ্বান জানিয়েছেন তিনি। এবারের ড্রাফটে আফিফকে নিতে না পেরে আক্ষেপ ঝরল এই সংগঠকের কণ্ঠে। তবে ভারত-বাংলাদেশ সিরিজের কারণে সাকিবকে না পেলে তার জায়গায় অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার নিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। পরিকল্পনা আছে বড় আকারে ফ্যানদের নিয়ে স্টেডিয়ামে জার্সি উন্মোচনের।
বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ব্র্যান্ড বাংলা টাইগার্স। দুবাইয়ে আয়োজিত টি-টেন লিগের শুরু থেকে দল গঠন করে আসছে বাংলাদেশি সংগঠক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়ায় সমর্থন বেড়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
এবার দেশের ক্রিকেটে বড় আকারে অবদান রাখার পরিকল্পনা এই সংগঠকের। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনতে। তাদের মতো এবার দুবাই ছাড়িয়ে বিপিএলে দল কিনতে চান বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিক ইয়াসিন চৌধুরী। তবে কাঠামোতে আরও পেশাদারিত্বের আহ্বান।
ইয়াসিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে ২০ বছর ধরে কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশনে আমার দল রয়েছে। এ ছাড়াও প্রথম ও দ্বিতীয় ডিভিশন ক্রিকেটেও আমার অনেক অবদান আছে। ফলে বিপিএলের কাঠামো যদি ঠিক হয়, তাহলে আমরা আসতে চাই এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে চাই।’
গত মাসে হয়ে গেল এবারের টি-টেন লিগের প্লেয়ার ড্রাফট। যেখান থেকে সাকিবের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে উইকেটরক্ষক ব্যাটার নূরুল হাসান সোহান ও উদীয়মান অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। তাদের নিয়ে আশাবাদী দলটি। তবে আক্ষেপ ঝরল আফিফকে না পেয়ে।
ইয়াসিন চৌধুরী বলেন, ‘আফিফকে নিয়ে আমরা পিছিয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম আফিফকে নিতে, তবে ড্রাফ্টের শেষে আমাদের একজন উইকেটরক্ষকের দরকার ছিল। যার ফলে আমরা আফিফকে আর কিনতে পারিনি, সোহানকে কিনি।’
টি-টেন লিগ চলাকালীন অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-ভারত সিরিজ। যে কারণে সাকিবকে না পাওয়ার সম্ভাবনা ফ্র্যাঞ্চাইজিটির। তবে সে ক্ষেত্রে কপাল খুলতে পারে অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তা ছাড়া বড় আকারে ফ্যানদের নিয়ে জার্সি উন্মোচনের পরিকল্পনা করছে দলটি।
বাংলা টাইগার্সের পাশাপাশি টি-টেন লিগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও দলে ভিড়িয়েছে বাংলাদেশি ক্রিকেটার। যার জন্য অন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও ধন্যবাদ জানিয়েছেন ইয়াসিন চৌধুরী।