Friday , October 4 2024
Breaking News

নারী শ্রমিককে উত্যক্তের প্রতিবাদ করায় ৩ জনকে ছুরিকাঘাত

সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার সামনে এক নারী শ্রমিককে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা তিন শ্রমিককে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে।

আজ রবিবার সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার জামগড়া এলাকায় ও ঘটনা ঘটে। এরপর থেকে ওই তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওই তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জানায়, সকালে ওই পোশাক কারখানার নারী শ্রমিক সিমা কারখানায় আসার জন্য গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং সদস্য সেলিম, কামরুল, রনি ভুইয়া, জীবন, মেহেদী, নাহিদ, মঞ্জু, আল আমিন, কাউছার, রাসেলসহ আরও বেশ কয়েকজন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রকাশ্যে উত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে ওই নারী শ্রমিকের স্বামী রিমন বাধা দিলে কিশোর গ্যাং সদস্যরা তাদেরকে প্রকাশ্যে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওই কারখানার স্টাফ রাজ্জাক ও নিরাপত্তাকর্মীরা তাদেরকে বাঁচাতে গেলে কিশোর গ্যাং সদস্যরা রাজ্জাককে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে ও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে এবং সবাইকে কারখানার বাহিরে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে কারখানা কতৃপক্ষ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কারখানার মালিক ও শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আশুলিয়ায় কিশোর গ্যাং সদস্যদের কারণে গার্মেন্টস শ্রমিকসহ স্থানীয়রা চরম বিপাকে পড়েছেন। পোশাক কারখানা ছুটির পর কিশোর গ্যাং সদস্যরা শ্রমিকদের বেতনের টাকা জোরপূর্বক নিয়ে যাচ্ছে ভয়ভীতি দেখিয়ে। এলাকাবাসী দ্রুত এসব কিশোর গ্যাং সদস্যদের কঠোর ভাবে দমন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আজকের ঘটনায় কিশোর গ্যাং সদস্য সেলিমকে প্রধান আসামিকে করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন ওই কারখানার এ্যাডমিন ম্যানেজার মির্জা হাসান বেগ।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাভার ও আশুলিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় এক শিক্ষকসহ এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেক। এছাড়াও এই চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত বলেও জানা গেছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.