হারতে হারতে খাদের কিনারেতেই চলে এসেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারে নুরুল হাসান সোহানের নেতৃত্বে। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে সাকিব আল হাসান ফিরলেও জয়ের দেখা পাওয়া যায়নি।
এবার ক্রাইস্টচার্চে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠেে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।কিউইদের বিপক্ষে ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, যদিও বিশ্বকাপ স্কোয়াডে এখন অবধি নেই তিনি। এশিয়া কাপ ও গত দুই ম্যাচে ইনিংস উদ্বোধনে থাকা মেহেদী হাসান মিরাজ একাদশে নেই। আছেন পেসার শরিফুল ইসলাম।
একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।