ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের সঙ্গে যাননি দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৪ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব। আর তাই খেলতে পারেননি সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সিপিএল শেষে দেশে না এসে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার।ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১২ তারিখে আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগারারা।
পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল।