Friday , October 4 2024
Breaking News

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৫ জেলে আটক

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৫ জেলেকে আটক করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার ভোর রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচটি নিয়মিত মামলা করা হয়েছে। চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৩৭ কেজি মাছ হিমাগারে সংরক্ষিত আছে। তাছাড়া প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এগুলোর মালিক না পাওয়ায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.