Wednesday , December 4 2024
Breaking News

নোয়াখালীতে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

আটক আবদুল লতিফ (৩৮) ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের আবদুর রহমানের ছেলে এবং পাপড়ি শীল (৩০) চট্টগ্রামের ফটিকছড়ির নানপুর কিপতানগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বগাদিয়া এলাকার প্রধান সড়কে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ ইয়াবার বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকার মতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.