
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে এসসিওর আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন রুশ ও চীনা প্রেসিডেন্ট । এ সময় আরও উপস্থিত ছিলেন এর সদস্যভুক্ত দেশ ভারত, পাকিস্তান ও মধ্য এশিয়ার চারটি দেশের নেতারা। একই সঙ্গে উপস্থিত ছিলেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্টও। মূলত নতুন এক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে এবং পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়তে এ সম্মেলনে এশিয়ার অন্য নেতাদেরও একত্রিত করার চেষ্টা করেন শি-পুতিন।
ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর চাপ তৈরি, তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন নিয়ে বেইজিংয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ শীর্ষ সম্মেলনটি পুতিনের প্রথম বড় আন্তর্জাতিক সফর। সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি বলেন, এখনই সময় বিশ্বব্যবস্থাকে পুনর্নির্মাণ করার। আর এর জন্য সম্মিলিতভাবে কাজের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘের আহ্বান
তবে শি-পুতিনের নতুন বিশ্বব্যবস্থা গড়ার প্রচেষ্টার শুরুতেই বাধা তৈরি হয়। সম্মেলনে উল্টো সুরে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ইউক্রেনে এখন যুদ্ধ করার সময় নয়। পাল্টা উত্তরে রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারতের উদ্বেগের বিষয়ে মস্কো অবগত বলে জানান পুতিন। যুদ্ধ বন্ধে কিয়েভ আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে পুতিন বলেন, সংঘাত বন্ধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে তার প্রশাসন।
এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পুতিন ও শি দীর্ঘদিন পর মুখোমুখি বৈঠক করেন।