বাংলার প্রবাহ রিপোর্ট: বরিশাল কাশিপুর হাই স্কুল এণ্ড কলেজের নব গঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৩ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে নব গঠিত এডহক কমিটির প্রথম সভার কাজ শুরু করেন বিসিসি ২১ নং ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও কাশিপুর হাই স্কুল এণ্ড কলেজের এডহক কমিটির সভাপতি শেখ সাইদ আহমেদ মান্না।
এরপরে কার্যনির্বাহী কমিটির সভা করা হয়। সভা শেষে মুজিব শতবর্ষ ও কাশিপুর হাই স্কুল এণ্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এবং স্কুলের আঙিনায় বৃক্ষ রোপণ করা হয়।
এদিকে এ কমিটি গঠনের পরপরই শিক্ষা অধিদপ্তর থেকে ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়। এই খুশির সংবাদ শেখ সাইদ আহমেদ মান্না সকলের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, শিক্ষা অধিদপ্তর ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। খুব শিঘ্রই স্কুলে ভবন নির্মাণ কাজ শুরু হবে।
এসময় কাশিপুর হাই স্কুল এণ্ড কলেজের প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার প্রবাহ/এস এম হক