Friday , December 13 2024
Breaking News

বিদেশি রাজনীতি প্রভাবিত করতে গোপনে ৩০ কোটি ডলার ব্যয় করেছে মস্কো: যুক্তরাষ্ট্র

বিদেশি রাজনীতি প্রভাবিত করতে রাশিয়া গোপনে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র বলছে, ২০১৪ সাল থেকে রাশিয়া বিশ্বের ২৪টির বেশি দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করতে গোপনে এই অর্থ ব্যয় করেছে। বিদেশি রাজনৈতিক দল ও ব্যক্তিদের এই অর্থ দিয়েছে রাশিয়া।

গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ দাবি করেছে। গোপন গোয়েন্দা মূল্যায়নটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। এ মূল্যায়নের আলোকেই মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ার বিরুদ্ধে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করেছে।আরও পড়ুনমার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করেছিল রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি, এটি হিমবাহের অগ্রভাগ মাত্র।’

নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মূল্যায়ন হলো, যে অর্থের কথা এখানে বলা হয়েছে, তা ন্যূনতম। রাশিয়া সম্ভবত গোপনে আরও অর্থ বিদেশে স্থানান্তর করেছে, যা শনাক্ত করা যায়নি।

রাজনীতি প্রভাবিত করতে বিদেশে রাশিয়ার কথিত গোপন তহবিল প্রদানকে ‘সার্বভৌমত্বের ওপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

যুক্তরাষ্ট্রের অভিযোগের বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে মস্কো আগে বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই বিদেশে হস্তক্ষেপের অভিযোগ করে এসেছে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নটি একটি কেব্‌লে প্রকাশিত হয়েছে। মূল্যায়নে রাশিয়ার লক্ষ্যবস্তু হওয়া কোনো দেশ বা ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে রাশিয়ার নিশানা চার মহাদেশজুড়ে বিস্তৃত ছিল বলে উল্লেখ করা হয়।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন গোয়েন্দারা এখন ব্যক্তিগতভাবে নির্বাচিত দেশগুলোকে রাশিয়ার গোপন অর্থায়নের বিষয়ে ব্রিফ করছেন। এই ব্রিফিং গোপনীয় থাকবে।আরও পড়ুন‘রুশ বিশ্ব’ গড়তে নতুন পররাষ্ট্রনীতি রাশিয়ার

মস্কো আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে বিশ্বের বিভিন্ন দেশে অভ্যুত্থানে সমর্থনসহ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের জন্য দায়ী করে।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষক ডভ লেভিনের রাখা একটি তথ্যভান্ডার অনুসারে, যুক্তরাষ্ট্র ১৯৪৬ থেকে ২০০০ সালের মধ্যে বিদেশি নির্বাচনে ৮০ বারের বেশি হস্তক্ষেপ করেছে। এই হিসাবে অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের প্রচেষ্টা অন্তর্ভুক্ত নয়।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.