Wednesday , October 9 2024
Breaking News

বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন লুইস, নেই রাসেল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবার খেলার ইচ্ছার পাশাপাশি আরও বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষার কথা কিছুদিন আগেই বলেছিলেন আন্দ্রে রাসেল। তবে এ যাত্রায় অন্তত পূরণ হচ্ছে না তার আশা। টি-টোয়েন্টির এই মহাতারকাকে বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইস ও জনসন চার্লস।

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরের জন্য বুধবার (১৪ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। দলে নেই ফ্যাবিয়ান অ্যালেন, সুনিল নারাইনও। দলে রাখা হয়েছে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা দুই জনকে- লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারাইয়াহ ও বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার রেমন রিফার।৩০ বছর বয়সী কারাইয়াহর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। তার বিশ্বকাপ দলে ডাক পাওয়াটা বড় চমক হয়েই এসেছে। ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন মাত্র চারটি। যার সবশেষটি ২০১৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। চার ম্যাচের তিনটিতে বোলিং করে তার প্রাপ্তি স্রেফ একটি উইকেট। এই মৌসুমে সিপিএলের কোনো দলে চুক্তিবদ্ধও নন তিনি।

৩১ বছর বয়সী রিফার এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে। চলমান সিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি। জ্যামাইকা তালাওয়াহসের হয়ে চার ইনিংসে ৫৭ গড় ও ১৪৩.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ১৭১ রান।

সিপিএলে দারুণ পারফরম্যান্সের কারণেই দলে ডাক পেয়েছেন চার্লস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪ টি-টোয়েন্টির সবশেষটি তিনি খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই বছরই ডিসেম্বরে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন তিনি। এবারের সিপিএলে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৪৫.৪০ গড় ও ১৩৬.৭৪ স্ট্রাইক রেটে ২২৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

দলে ফেরা আরেক ব্যাটসম্যান লুইস সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ফিটনেস সংক্রান্ত কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কয়েকবার তিনি ফিটনেস ক্যাম্পেই হাজির হননি। প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ও ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস এটা নিয়ে অসন্তুষ্টি জানান প্রকাশ্যেই।

ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), এভিন লুইস, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওডিন স্মিথ, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রেমন রিফার, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ, আকিল হোসেন, শেলডন কটরেল, ইয়ানিক কারাইয়াহ।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.