Friday , December 6 2024
Breaking News

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় দিবালা

কাতার বিশ্বকাপের এক মাস আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। দলের তারকা খেলোয়াড় পাওলো দিবালা ইনজুরিতে পড়েছেন। যার কারণে কাতার বিশ্বকাপে অনেকটাই অনিশ্চিত তিনি।

রোববার (৯ অক্টোবর) রাতে ইতালিয়ান লিগে মুখোমুখি হয়েছিল রোমা ও লিচে। ম্যাচটি ২-১ গোলে জিতেছে রোমা। সেই ম্যাচে গোলও করেছেন দিবালা। তবে দ্বিতীয় হাফে খেলতে নেমে গুরুতরভাবে আঘাত পান তিনি। পরে দিবালাকে মাঠ ছাড়তে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে।

ম্যাচ শেষে ‘ডিএজেডএন’-কে সাক্ষাৎকার দিতে গিয়ে রোমা কোচ মরিনহো বলেন, ‘সত্যিকারভাবে দিবালার যেই বর্তমান অবস্থা তাতে আমার মনে হয় না সে ২০২৩-এর আগে ফুটবল খেলতে পারবেন, বিশ্বকাপের আগে সত্যি এমন ইনজুরি খুবই হতাশাজনক।’

রোমা কোচ মনে করছেন জানুয়ারির আগে দিবালাকে মাঠে দেখা যাবে না। যদিও তিনি এখনও নিশ্চিত নন। মরিনহো বলেন, ‘আমি ডাক্তার নই, এবং আমি তার সঙ্গে এখনও কথা বলিনি। তবে আমার অভিজ্ঞতা বলছে, জানুয়ারির আগে আমরা তাকে মাঠে দেখতে পাব না।’

আন্তর্জাতিক ফুটবলে সবশেষ বাছাইপর্বের সব কটি ম্যাচেই খেলেছিলেন এই ফরোয়ার্ড। ইতালির সঙ্গে ম্যাচেও শেষ সময়ে করেছিলেন দুর্দান্ত এক গোল।

এদিকে কিছুদিন আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও পায়ের ইনজুরিতে মাঠের বাইরে চলে গিয়েছেন। যার কারণে রেইমসের বিপক্ষে মাঠে নামেননি তিনি। তবে তার ইনজুরি ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন পিএসজি কোচ গালতিয়ের।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.