Friday , September 13 2024
Breaking News

বিশ্বের ১০০ সেরা কনটেইনার হ্যান্ডলিং বন্দরে চট্টগ্রাম ৫৮তম

দেশের প্রধান সমুদ্রবন্দর এবার বিশ্বের কনটেইনার পরিবহনকারী বন্দরের মধ্যে আরো ছয় ধাপ এগিয়েছে। বিশ্বের ব্যস্ততম কনটেইনার পরিবহনে শীর্ষ এমন ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন ৫৮তম স্থানে। তবে গত ২০১০ সাল থেকে ২০১৯ পর্যন্ত ১০ বছরে চট্টগ্রাম বন্দর এগিয়েছে ৩০ ধাপ।

তালিকার সেরা কনটেইনার পোর্টের স্বীকৃতি এবারও ধরে রেখেছে চীনের সাংহাইয় বন্দর। এ তালিকায় চীনের আরও ২২টি বিভিন্ন স্থানে অবস্থান করলেও দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর বন্দর। আর ১০০তম বন্দর হচ্ছে তাইওয়ানের তাইপে বন্দর। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক প্রাচীন সংবাদমাধ্যম ‘লয়েড’স লিস্ট’ প্রতিবছর এ তালিকা প্রকাশ করে থাকে। যাতে ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৪তম। সর্বশেষ প্রকাশিত হলো ২০১৯ সালের তালিকা। এ তালিকায় এখন চট্টগ্রাম বন্দর ৫৮ তম স্থানে।

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে মোট পণ্য পরিবহনের ২৭ ভাগ কনটেইনারে হয়ে থাকে। যা দেশের মোট কনটেইনারবাহী পণ্যের ৯৮ শতাংশ। বাকি পণ্য বাল্ক, ব্রেক বাল্ক ও ট্যাংকার জাহাজে আমদানি হয়। এসব খোলা পণ্যের বেশিরভাগই সিমেন্ট, ইস্পাত, সিরামিক, চিনি, ডাল, গম ইত্যাদি খাদ্য, কয়লা, ভোজ্য ও জ্বালানি তেল।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দিন দিন বাড়ছে। আধুনিক বন্দর ব্যবস্থাপনা, নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহ এসবের কারণে চট্টগ্রাম বন্দওে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। পাশাপাশি সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় প্রতিবছর আমরা সফলতা দেখাতে পারছি। পতেঙ্গা কনটেইনার টারমিনাল, লালদিয়া টার্মিনাল, বে-টার্মিনালের কাজ বাস্তবায়ন হলে সাফল্যের এই ধারাবাহিকতা আরো এগিয়ে যাবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.