Wednesday , December 4 2024
Breaking News

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আরও ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জন।

শনিবার (৮ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, গতকাল (শুক্রবার) বিশ্বে ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৫ লাখ ২৩ হাজার ৩৯১ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, মহামারির শুরু থেকে বিশ্বে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জনে। এছাড়া শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জনে।

corona

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে ও প্রাণহানির ঘটেছে যুক্তরাষ্ট্রে। প্রাণহানির তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে জার্মানি, রাশিয়া, ব্রাজিল, স্পেন ও ইতালি মতো দেশ।

এর মধ্যে জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২২ হাজার ২৬৫ জন। দেশটিতে মারা গেছেন ১২৯ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ২২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৪ জন।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.