Friday , October 4 2024
Breaking News

বুমরা ৬ বলে ৬ বোলারকে নকল করলেন(ভিডিও)

বাংলার প্রবাহ রিপোর্ট: আইপিএল মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য হাজির নতুন কিছু। আর এবার করোনা আবহেই শুরু হচ্ছে আইপিএল। কিন্তু উত্তেজনায় এতটুকু ভাটা পড়েনি। আর নতুন কিছু দিতেও ভুল হচ্ছে না ক্রিকেটারদের। যেম- জাসপ্রীত বুমরা। নেট প্র্যাকটিসে নেমে রীতিমতো ভেলকি দেখালেন তিনি। যা অবাক করে দিয়েছে সকলকেই। তিনিই এখন নেটদুনিয়ার চর্চার কেন্দ্রে।

নেটে ৬টি ডেলিভারি ৬ রকমভাবে করলেন তিনি। তার এই ভেরিয়েশন দেখে অবাক প্র্যাকটিসে উপস্থিত বাকিরাও। ডান ও বাম দুই হাতই চালাচ্ছেন সমান দক্ষতায়। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফেই তার সেই অনন্য প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে লেখা, আন্দাজ করুন, কোন ডেলিভারিটি কোন তারকার স্টাইলে। আর তাতেই মজে নেটিজেনরা। ডেলিভারি দেখে মনে হচ্ছে মুনাফ প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়াস গোপাল এবং অনিল কুম্বলে- এই ছয় বোলারকেই নকল করেছেন তিনি। তবে সঠিক উত্তর এখনও কারও জানা নেই।

ভারতের জার্সি গায়ে বহুবার বিপক্ষ ব্যাটসম্যানের ত্রাস হয়ে উঠেছেন বুমরা। তার পেস সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাবড় তাবড় ব্যাটসম্যানদের। আর সেখানে কিনা আরও ৬ জন বোলারের স্টাইলে বল করছেন তিনি। অনেকেই তাই মজা করে বলছেন, একে বুমরায় রক্ষা নেই, আবার তার এতগুলো রূপ। তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগেও তার ভিন্ন ভিন্ন বোলিং অ্যাকশন দেখা গিয়েছিল।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.