কোভিড-১৯ এর কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন ভারতীয় হাইকমিশনার।
সাক্ষাতে রীভা গাঙ্গুলি দাশ করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্লেন যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দেন। এসময় তিনি ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।
জবাবে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্লেন যোগাযোগ পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।