Friday , December 13 2024
Breaking News

ভারত চীন থেকে আর তেল কিনবে না

লাদাখে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে চীনকে ভাতে মারার ছক কষেছে ভারত। চীনা পণ্য বয়কটের ডাক ভারতজুড়ে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আত্মনির্ভর ভারত তৈরির স্বপ্ন দেখিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবস্থায় আরও একধাপ এগিয়ে গেল ভারত। এবার চীন থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিল ভারত।

খবর অনুযায়ী, গত জুনে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা মারা যায়। আর এই ঘটনার পর সীমান্তবর্তী দেশগুলি থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এরই ভিত্তিতে চীনের কোনও কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল না নেওয়ার সিদ্ধান্ত মোদীর ভারতের।

এমন সিদ্ধান্তের ফলে ভারতের তেল শোধনাগারগুলি এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনবে না। যা চীনের কাছে বড়সড় ক্ষতি হিসাবেই দেখা হচ্ছে। গত সপ্তাহে ভারতীয় সংস্থাগুলি সিএনওওসি লিমিটেড, ইউনিপ্যাক এবং পেট্রোচায়নার মতো চীনের বাণিজ্য সংস্থাগুলি অপরিশোধিত তেল আমদানির দরপত্র পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনও টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এমনকি তেল আমদানির জন্য চীনের কোনও তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।

প্রায় কয়েকমাস হতে চলল ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়ে রয়েছে চীনের বাহিনী। বার বার তাদের সঙ্গে আলোচনা করেও এই বিষয়ে এখনও কোনও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

About Banglar Probaho

Check Also

আর্থিক সংকটে বেসামাল ইউরোপ কি ইউক্রেনের পাশ থেকে সরে যাবে

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এককাট্টা হয়েছিলেন ইউরোপের দেশগুলোর নেতারা। …

Leave a Reply

Your email address will not be published.