Friday , December 13 2024
Breaking News

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

বাংলার প্রবাহ রিপোর্ট: ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। তবে আপাতত ক্ষয়-ক্ষতির কোনও খবর মেলেনি। বুধবার ভোর ৫টা ৪ মিনিটে নেপালে ভূমিকম্প হয়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। যদিও নেপালের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৫টা ১৯ মিনিটে সিন্ধুপালচক জেলার রামচেতে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৬।

এর আগে ২০১৫ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল, তার রেশ হিসেবে এই এবার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নেপালের প্রধান ভূমিকম্পবিদ লোকবিজয় অধিকারী বলেন, ২০১৫ সালের ভূমিকম্পের আফটার শক এটি। যে ভূমিকম্পে প্রায় ১০,০০০ জনের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। এবার কম্পনের মাত্রা অনেক কম হওয়ায় ক্ষয়-ক্ষতির কোনও খবর মেলেনি। কাঠমান্ডুর পাশাপাশি দেশের পূর্বাংশেরও কম্পন অনুভূত হয়েছে।

নেপালের সেই কম্পনের প্রভার ভারতের কিছু অংশে প্রভাব পড়েছে। তবে কম্পনের তীব্রতা বেশি ছিল না। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.