Wednesday , October 9 2024
Breaking News

ভোটকক্ষে অনুপ্রবেশ, ৫ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে সোপর্দ

ভোটকক্ষে অনুপ্রবেশের ঘটনায় পাঁচজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে এই ঘটনা ঘটে।

ওই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করায় অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি’র আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের পঞ্চম তলায় এই কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

জানা যায়, ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭টি। আর ভোটকক্ষ রয়েছে ২৬৫টি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

৩৬৫টি সিসি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ছাড়া নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সবগুলো ভোটকক্ষে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.