রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে সাহিদা আক্তার (২৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯,আগস্ট) দুপুরে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তার মৃতদেহ উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়।
সাইফুল ইসলাম জানান, মগবাজার পেয়ারাবাগ এলাকার আব্দুল ওহাবের বাসায় গৃহকর্মী হিসেবে গত এক বছর ধরে কাজ করতো সাহিদা। শুক্রবার রাতে খাবার খেয়ে তার রুমে দরজা বন্ধ করে দেয় সে। সকালে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশকে জানায় বাড়ির লোকজন। পরে দুপুরে দরজার ছিটকানি ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কী কারণে সাহিদা গালায় ফাস দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।