Friday , October 4 2024
Breaking News

মেসি বার্সেলোনাতেই থাকছেন

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন লিওনেল মেসি। এদিকে, মেসিকে ছাড়তে চায় না বার্সেলোনা। মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ হতেই ইউরোপের সেরা ক্লাবগুলি মেসিকে দলে টানতে আসরে নামে। জল্পনা শুরু হয়ে যায়। মেসি-বার্সা পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটছিল না। আর্জেন্টাইন তারকা নু ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন কিনা বিষয়টা পরিষ্কার ছিল না। অবশেষে ইঙ্গিত পাওয়া গেল, আর সেই ইঙ্গিত অনুযায়ী সম্ভবত আর এক মৌশুম কাতালান ক্লাবে কাটিয়ে দিতে পারেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

গত দুই সপ্তাহ ধরে চলা আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনা সবই এবার কিছু সময়ের জন্য শেষ হচ্ছে বোধ হয়। কারণ মেসি থাকছেন বার্সেলোনাতেই। তবে শুধুমাত্র তা একটা মাত্র মৌশুমের জন্য। এমনটাই নিশ্চিত করেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বার্সেলোনায় নিজের ফ্ল্যাটে ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের সঙ্গে আলোচনায় বসে ছিলেন হোর্হে মেসি। সঙ্গে ছিলেন মেসির ভাইও।

সেখানে একটা কথা বার্তামেউ স্পষ্ট জানিয়ে দেন, মেসিকে তারা যেতে দেবেন না। বরং মেসিকে ঘিরে ভবিষ্যতের নতুন বার্সেলোনা গড়ার পরিকল্পনা তৈরি করছেন তারা। আর মেসি যদি যেতে চান তাহলে অন্য ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই নিয়ে যেতে হবে। বিনা ট্রান্সফারে তাকে যেতে দেওয়া হবে না।
এদিকে ২০২১ সালেই মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। নতুন করে হয়তো আর চুক্তি করবে না কাতালান কাবের সঙ্গে । তাই একটা মৌশুম অর্থাৎ ২০২০-২১ মৌশুমে মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্তত মেসির বাবার বক্তব্য থেকে। বাকিটা অবশ্য সময় বলবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.