যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে ক্যাটাগরি চারে পরিণত হয়ে আঘাত হানে হারিকেন লরা। এ সময় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ঘণ্টায় দেড়শ মাইল। তবে ক্যামেরনের কাছে আঘাত হানার পর লরা দুর্বল হয়ে ক্যাটাগরি দুইয়ে নেমে এসেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরনের কাছে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় লরা। ওই এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।
তবে ক্যামেরনের কাছে আঘাত হানার পর দুর্বল হয়ে ক্যাটাগরি দুইয়ে পরিণত হয় লরা। লরার প্রভাবে ক্যামেরনের উপকূলীয় এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা।
লরার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লুইজিয়ানার দক্ষিণপশ্চিম উপকূল থেকে ৪০ মাইল পর্যন্ত এলাকা তলিয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়। ঘূর্ণিঝড়টি লুইজিয়ানা থেকে আরাকানসাসের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমেই লরা আরো দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ।
লরার আঘাতে লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় চার লাখ মানুষ বিদ্যুৎহীন। এরই মধ্যে এই দুই অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ লাখ মানুষকে।
যুক্তরাষ্ট্রের দিকে আসার আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালায় হারিকেন লরা। হাইতি ও ডোমেনিকান প্রজাতন্ত্রে মারা গেছে অন্তত ২৪জন ।