Tuesday , October 8 2024
Breaking News

যুবরাজ সিং অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত দিলেন

Cricket – India v England – Second One Day International – Barabati Stadium, Cuttack, India – 19/01/17. India’s Yuvraj Singh celebrates after scoring a century. REUTERS/Adnan Abidi

বাংলার প্রবাহ রিপোর্ট: যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন যুবরাজ সিং।

ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে টি-টোয়েন্টিও খেলবেন তিনি। একটি স্পোর্টস ওয়েবসাইটে একথাই জানিয়েছেন ভারতের সাবেক এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের মেন্টর হিসেবে কাজ করছেন যুবরাজ। সেই থেকেই নাকি নতুন করে অনুপ্রাণিত হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, পাঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেই নাকি মন দিতে চান ৩৮ বছরের যুবি। জানা গেছে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছেন যুবরাজ। নিজের রাজ্যকে টি-টোয়েন্টিতে সাহায্য করতে চান তিনি। পিসিএ’র কাছে চিঠি পৌঁছেছে তারকা ক্রিকেটারের। যদিও পিসিএ’র তরফে এখনও তাকে কিছু জানানো হয়নি।
গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ। তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দু’টি দীর্ঘ ক্যাম্প করেন। চার উঠতি ক্রিকেটারের ফিটনেস ও দক্ষতা নিয়ে কাজ করেন যুবি। আর বিশেষ জোর দেন মানসিক দৃঢ়তার উপর।

সেই সময়ই কিছুটা নিজের অজান্তেই যেন খেলোয়াড়দের দুনিয়ায় ফিরে আসেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যুবরাজ ৪০টি টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সম্প্রতি তিনি জানিয়েছেন, ওই তরুণ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে এবং খেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলার বিষয়টি উপভোগ করছিলাম। আমি বুঝতে পারছিলাম, আমি যে বিভিন্ন ধরনের জিনিসগুলি বলছি, সেগুলি ওরা ধরতে পারছে। কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার জন্য আমায় নেটে যেতে হচ্ছিল। দীর্ঘদিন ব্যাট না ধরা সত্ত্বেও আমি এত ভালো শট খেলছিলাম দেখে নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম।

যুবরাজ জানান, লকডাউন শুরুর পর থেকে ২ মাস ট্রেনিং করেছেন তিনি। প্রাক-মৌশুম ক্যাম্পে ব্যাটিং শুরু করেন। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও পান। সেই সময় যুবরাজকে অবসর ভেঙে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব দেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি।

সেই প্রস্তাবে যুবরাজ জানিয়েছেন, আপাতত পাঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে তার। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি শুধু টি-টোয়েন্টি খেলতে চান। করোনার কালে শরীরের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকেও নজর রাখছেন তিনি।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.