Monday , September 16 2024
Breaking News

রাজধানীতে র‌্যাবের হাতে বিপুল পরিমান ইয়াবাসহ ২জন আটক

রাজধানীর কাফরুলে ১৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ রেহেনা (৩৩) ও শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কাফরুলের মিরপুর-১৩ এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অভিযান চালিয়ে এই ইয়াবার চালানসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (অপারেশন) জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার দুজন রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পারস্পারিক যোগসাজশে দীর্ঘদিন ধরে ঠিকানা বদল করে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলেন।’

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.