রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকায় গতকাল বিকেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্না (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুন্নার মামাতো ভাই শাহীন (১৭) গুরুতর আহত হয়েছে।
আহত শাহীন জানান, কয়েকজন যুবক তাদের ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে যায়। পরে আহতাবস্থায় পথচারীরা তাদের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ন্যাশনাল হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। মুন্নার পিঠের নিচে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে।
বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।