বাংলার প্রবাহ রিপোর্ট: রাজধানীর বনানীর একটি বাসা থেকে লিজা (১৩) নামে এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ির চার তলা থেকে লিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের দেলোয়ার হোসেনের বাসায় গত তিন মাস ধরে গৃহকর্মীর কাজ করতো লিজা। নেত্রকোনার কমলাকান্দা উপজেলা এলাকায় তার বাড়ি। তবে ওই বাসার লোকজন পুলিশকে জানিয়েছে, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা গলায় দাগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলার প্রবাহ/এস এম হক