শিয়ার সঙ্গে যৌথ সেনাদল করবে বেলারুশ। সোমবার একথা জানিয়েছেন বেলারুশের রাষ্ট্রপ্রধান লুকাশেঙ্কো। তবে রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ‘ইউক্রেনের সীমান্ত সুরক্ষিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।’
এ বিষয়ে লুকাশেঙ্কোর উদ্ধৃতি বেলারুশের সংবাদসংস্থা বেলটায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনের হাত থেকে বেলারুশকে রক্ষা করা প্রয়োজন। সে কারণেই রাশিয়ার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে একটি যৌথ সেনাদল গড়ার পরিকল্পনা করা হয়েছে। যৌথ সেই সেনাদল মূলত ইউক্রেন সীমান্তে থাকবে। তবে কতজন সেনা নিয়ে এই সেনাদল গঠিত হবে, কবে থেকে তা মোতায়েন করা হবে, এবিষয়ে কোনো মন্তব্য করেননি লুকাশেঙ্কো।
লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়া বেলারুশে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। তার কাছে এবিষয়ে নির্দিষ্ট খবর আছে। বেলারুশের চরমপন্থিদের এ কাজে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর নিজের দেশ রাশিয়ার সেনার জন্য খুলে দিয়েছিলেন লুকাশেঙ্কো। রাশিয়ার সেনা বেলারুশের ভিতর দিয়ে গিয়ে ইউক্রেনে ঢুকেছে। এবার বেলারুশও রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইউক্রেন আক্রমণ করতে চাইছে কী না, তা নিয়ে বিশেষজ্ঞমহলে প্রশ্ন উঠেছে।