Friday , December 13 2024
Breaking News

রায়নার আইপিএল খেলা হচ্ছে

ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ মৌসুমে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। তাই এবারের আসরের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন এই চেন্নাই সুপার কিংস তারকা।

এক টুইটের মাধ্যমে এমন খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ জানান, ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছে। এর ফলে পুরো মৌসুমেই তাকে পাওয়া যাবে না। তবে এই সময়ে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রইল।
সম্প্রতি ৩৩ বছর বয়সী রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে গত ২১ আগস্ট আইপিএলে অংশ নিতে চেন্নাইয়ের সঙ্গে দুবাই যান। আর গত এক সপ্তাহে পুরো দল আইসোলেশনে ছিল। যেখানে দলের খেলোয়াড় স্টাফসহ ১৩ জনের করোনা পজিটিভ হয়।

About Banglar Probaho

Check Also

দেশে আসছেন না সাকিব, অস্ট্রেলিয়া থেকে যাবেন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল …

Leave a Reply

Your email address will not be published.