লক্ষ্মীপুরে আবদুর রহমান ও মো. সুমন নামে জামায়াতের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে শহরের দক্ষিণ তেমুহনি এলাকার একটি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক আবদুর রহমান হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের মৃত আবদুর সাত্তারের ছেলে। সুমন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর ও লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবু তাহেরের ছেলে। আটককৃতরা জামায়াতের সক্রিয় কর্মী বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।