হারিকেন লরা’র তাণ্ডবে বিধ্বস্ত লুইজিয়ানা এবং টেক্সাস। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রাম্প ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
লুইজিয়ানায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই রাজ্য সম্পর্কে একটি জিনিস জানি আর সেটি হলো দ্রুত পুনর্গঠন করতে হবে। এ সময় লুইজিয়ানায় গভর্নর জন বেল এডওয়ার্ডও ট্রাম্পের সঙ্গে ছিলেন। তবে করোনা মহামারি পরিস্থিতিতে ট্রাম্প কোনো বাসিন্দাদের সঙ্গে সাক্ষাত করেননি।
এদিকে লুইজিয়ানা পরিদর্শন শেষে টেক্সাসে অরেঞ্জ শহরে যান ট্রাম্প। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন।