বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের হাতছানি পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে। সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৩ রান তুলতে পেরেছে কিউইরা। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকা অধিনায়ক কেন উইলিয়ামসন মাঠে ফিরেই খেললেন স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস।
তবে উইলিয়ামসনের দারুণ শুরুর পরও শেষদিকে পাকিস্তানি বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে ব্যর্থ কিউই ব্যাটাররা। আর তাই স্কোরবোর্ডে রানটাও বেশি হয়নি। শিরোপা জিততে পাকিস্তানকে করতে হবে ১৬৪ রান।
শুক্রবারের (১৪ অক্টোবর) ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। প্রথম ওভারেই ভয়ঙ্কর হয়ে ওঠা ফিন অ্যালেনকে ফেরান নাসিম শাহ। নাসিমের করা প্রথম ওভারেই তিন চার মেরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন অ্যালেন। এরপর কনওয়েকে নিয়ে ভালোই জুটি গড়ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সেই জুটি বেশিদূর এগোতে দেননি হারিস রউফ। কনওয়েকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তানি এই ফাস্ট বোলার।
এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ৫০ রানে জুটি করেন উইলিয়ামসন। ফিলিপস ২২ বলে ২৯ করে ফিরে গেলেও উইলিয়ামসন তুলে নেন ফিফটি। অর্ধশতক করে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি উইলিয়ামসন। শাদাব খানের বলে ক্যাচ তুলে দিয়ে ৩৮ বলে ৫৯ করে প্যাভিলিয়নে ফেরেন কিউই অধিনায়ক।
শেষ দিকে চ্যাপম্যানের ২৫ এবং নেশামের ১৭ রানের ওপর ভর করে ১৬৩ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন নাসিম শাহ এবং হারিস রউফ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি দুই দলের শেষ ম্যাচ। ফলে দুদলই চাইবে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে। যদিও বিশ্বকাপের মূলপর্ব খেলার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড, তার পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।