মাগুরার মহম্মদপুরে শিলপাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হিরা খাতুন (০৩) নামে এক শিশুকন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার চাচা-চাচির বিরুদ্ধে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেথুলিয়া গ্রামে বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হিরা একই গ্রামের হিরু মোল্যার মেয়ে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, কিছুদিন আগে বাড়িতে শিলপাটা নিয়ে হিরু মোল্লা ও তার ভাই সাদ্দাম হোসেনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়; যা একপর্যায়ে থানা পর্যন্ত গড়ায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এর মীমাংসাও হয়।
সোমবার সন্ধ্যায় হিরাকে বাড়িতে রেখে পাশের বাড়ি যান মা বন্যা খাতুন। ফিরে এসে মেয়েকে না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে লুঙ্গিতে মোড়ানো শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশুটির মা বন্যা খাতুনের অভিযোগ, ‘আমাদের ওপর রাগ করেই সাদ্দামরা এ ঘটনা ঘটিয়েছে।’